অভিনব কায়দায় চুরি, মা ও মেয়ে গ্রেফতার, চোরাই সোনা উদ্ধার।
গত ইং ০৫.০৮.২০১৯ তারিখ দুপুর ০২.০৫ মিঃ এর সময় নিউ মার্কেট গালা পট্টিস্থ হাসান জুয়েলার্সে ২জন মহিলা (মা ও মেয়ে) গহনা কিনতে এসে সেলস ম্যানদের চোখ ফাঁকি দিয়ে নাকফুল ও চেইন সর্বমোট ৩ভরি ১০আনা সোনা চুরি করে নিয়ে যায়। বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া থানার মাটিকাটা গ্রাম থেকে মা সীমা বেগমকে গ্রেফতার করে এবং তার নিকট হতে ৭০টি নাকফুল উদ্ধার করা হয় এবং জয়পুরহাট জেলার কালাই থানার কাওড়া গ্রাম থেকে মেয়ে সাবানাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ৪টি চোরাই চেইন উদ্ধার করা হয়।