অসহায় ও দারিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে-মান্নান আকন্দ
বগুড়া জেলা ট্রকা মালিক সমিতির সভাপতি ও শহর আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ বলেছেন সরকারের পাশাপাশি অসহায় দারিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ থেকে দরিদ্রতা অনেকাংশে কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল দারিদ্র জনগোষ্ঠির জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল এবং গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পর মাধ্যমে বাসস্থানের ব্যবস্থা করা, প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দারিদ্রদের সুচিকিৎসার ব্যবস্থা সহ মহিলাদের জন্য মাতৃকালিন ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আগামী দিনে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। তিনি গতকাল শহরের ঝোপাগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইম শাড়ী প্যালেসের উদ্যোগে শীর্তাদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। প্রাইম শাড়ী প্যালেসের সত্ত্বাধীকারী আব্দুল্লাহেল সাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ৫শত জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। মোঃ সালেহীন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেস অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু. শহর যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান আলী, জেলা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক আব্দুল্লা আল মামুন মিলু, জাতীয় শ্রমিকলীগ-যুব কমিটি বগুড়া জেলার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।