নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছন। তিনি আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিবের হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন। এর আগে গোলাম মাওলা রনি ফেইসবুক স্ট্যটাসে বলেন, ‘পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে’।
এ বিষয়ে গোলাম মওলা রনি বলেন, ‘আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই।