আদমদীঘির সান্তাহারে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি মিলছে শাস্তি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি এবং স্বাস্থ্য সচেতনতায় মাস্ক না পড়ে বের হলে মিলছে শাস্তি। পৌর শহরে মাস্ক না পড়ে ঘুরে বেড়ানোয় বেশ কয়েকজন যুবককে কান ধরে উঠবস করাতে দেখা গেছে পুলিশকে। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় পুলিশের টহলও ছিল প্রতিদিনের মতো। বিকেল এ রেল গেট চত্তরে বিভিন্ন ভাবে সাধারণ মানুষ দের বুঝানো হয় করোনা ভাইরাস এর বিভিন্ন দিক নিয়ে। অযথা শহরে ঘোরাঘুরি করা অবস্থায় অনেক মানুষকে স্বাস্থ্য সচেতনতায় নিরাপদ থাকতে উপদেশও দিয়েছেন তারা। পুলিশ তাদের বাইরে ঘোরাঘুরির ব্যাপারে জানতে চাইলে, অনেকেই কোনো সদুত্তর দিতে পারেনি।
এ সময় তাদের মুখে মাস্ক পড়া ছিল না, প্রশাসনের নির্দেশ অমান্য করে বাইরে মাস্কবিহীন অবস্থায় ঘোরাঘুরি করার অপরাধে পুলিশ তাদের কান ধরে উঠবস করার নির্দেশ দেন। কান ধরে উঠবস করার পর ছাড়া পেয়ে শাস্তিপ্রাপ্তরা বাসায় ফিরে যায়।