Ultimate magazine theme for WordPress.

আমার জীবনের তারকা আমি।

843

দৈনিক মহাস্থান ডেস্কঃ কারিনা কাপুর খানএখন পর্যন্ত বলিউডের শক্ত অবস্থানে আছেন।এই বিষয়ে কোনো ভিন্নমত নেই কারো।সিনেমায় তিনি অনিয়মিত হলেও তার নতুন ছবির খবর পেজ থ্রির অন্যতম খবর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে তিনি নিজের জীবনের বিশ্লেষণ করেন।কারিনা বলেন,আমি নিজের সামর্থ সম্পর্কে ভালোভাবে জানি। আমার আশেপাশে কে কি করছেন সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। কে কোন সিনেমা করছেন বা কোন পরিচালক আর অভিনয়শিল্পী একসাথে কাজ করছেন এগুলো আমার বিষয় নয়।আমি আমার জীবনের তারকা।আমি কী পছন্দ করবো তা কেউ ঠিক করে দেবে সেটি আমি চাই না।এদিকে বলিউড পাড়ায় শোনা যাচ্ছে ‘দাবাং, সিনেমার তৃতীয় কিস্তির আইটেম গানে নাচবেন তিনি। এর আগে ‘দাবাং টু’তে কারিনাকে ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এই বিষয়ে এখনো কোনো কথা বলেননি কারিনা কাপুর বা সালমান খান। তবে অনেক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মাস থেকে শুরু হবে ছবির শুটিং। মুক্তি দেওয়া হবে আগামীবছর। এই ছবিতে সালমান খানের সাথে আবারো দেখা যাবে সোনাক্ষী সিনহাকে।

Leave A Reply

Your email address will not be published.