উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ব্যাডমিন্টনে নোয়াখালী ও কবিরহাট পৌরসভা জয়ী
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডের চতুর্থ দিন শনিবার সন্ধ্যায় উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করে ৩টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
খেলায় ফ্লাওয়ার গার্ডেন বসুরহাটকে ২-০ সেটে পরাজিত করে নোয়াখালী পৌরসভা, রংধনু ফার্মেসী বসুরহাটকে ২-০ সেটে পরাজিত করে কবিরহাট পৌরসভা, জোনাকী সংঘ চাপরাশিরহাটকে ২-০ সেটে পরাজিত করে জেন ফাইভ টেকনোলজি বসুরহাট জয়লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ব্যাডমিন্টনের দাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত আজীম জাবেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক হামিদুর রশিদ বিপ্লব, কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমুখ।
উক্ত খেলা পরিচালনা করেন, মোঃ কামাল হোসেন, শাহ আলম, রফিক উল্যাহ, মোঃ শরফুদ্দিন শাহীন, তুষার কুমার পোদ্দার, মাসুদ আলম, অর্জুন, শোয়েব উদ্দিন বাবু।