কবিরহাটে টাক্টার চাপায় স্কুলছাত্র নিহত
নোয়াখালী:
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে মাটিবাহী একটি টাক্টার চাপায় মো. ফারুক (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওটারহাট-মাইজদী সড়কের ওটার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শাহপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সেনবাগ নিজ বাড়ী থেকে তার ভগ্নিপতির বাড়ী বাটাইয়া ইউনিয়নের শ্রীনন্দী গ্রামের রুহুল আমিন কোম্পানীর বাড়ীতে ভেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে একটি বাইসাইকেল নিয়ে রাস্তায় বের হয় ফারুক। এসময় একটি মাটিবাহী টাক্টার ফারুকের সাইকেলকে সামনে থেকে চাপায় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.আর.আর/কেএইচপি