করতকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন
রবিবার বিকালে বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের করতকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শিল্পপতি মতিউর রহমান মতি,, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, দুলালুর রহমান দুলাল, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, আহসান কবীর খোকন, শামিম আহমেদ, জেসমিন আক্তার, ফাতেমা আফরিন, মরিয়ম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।