Ultimate magazine theme for WordPress.

করোনা’য় মানুষ কর্মহীন হওয়ায় গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নে জয় এর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন

199

আল আমিন মন্ডল-গাবতলী (বগুড়া)।। করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল রবিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নে জয়ের অর্থায়নে কলাকোপা’য় স্থাপিত‘সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাব’ এর উদ্যোগে ৭ম দিনে ক্লাব চত্তরে দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান (খাদ্য সামগ্রী) বিতরন করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বড়পুত্র ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এবং বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়ের সহধমির্নী নিভা জামান, কন্যা জারকা, জাইফা, পুত্র জারিফ তালুকদার, ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম, সংগঠনের নেতা বেলাল হোসেন, আব্দুল হাকিম, আবু জাফর, মুকুল মিয়া, আনিছার রহমান ও তাজুল ইসলাম পান্না প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.