করোনা রেসপন্স টিম সোনাতলার উদ্যোগে অনলাইন ডাক্তার সেবা।
স্টাফ রিপোর্টার সোনাতলা বগুড়া: করোনা রেসপন্স টিম সোনাতলার উদ্যোগে উদ্ভূত করোনা পরিস্থিতিতে জনসাধারণের বাড়িতে চিকিৎসা সেবা পৌঁছাতে সোনাতলায় বর্তমান স্বেচ্ছাসেবী ও এম বি বি এস ডাক্তার দ্বারা একটি টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা চালু করে, সেখানে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সার্বক্ষণিকভাবে এ ডাক্তারদের সুপারভাইজ করছেন এবং উপজেলা চেয়ারম্যানের অনুরোধে ফার্মাসিস্ট রিপেজেনটিভ এসোসিয়েশন এর পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।
উল্লেখ থাকে যে সকল সুবিধা বঞ্চিত মানুষ ঔষধ কেনার সামর্থ্য রাখে না তাদের সোনাতলার সকল সামাজিক সংস্কৃতিক সংগঠনের কর্মীরা তাদের নিজ নিজ এলাকার এমন ব্যক্তিদের কাছে গিয়ে ফোন দিয়ে এস এম এসের মাধ্যমে ডক্টর এর প্রেরিত প্রেসক্রিপশন সংগ্রহ করে উক্ত ঔষধ তাদের কাছে পৌঁছে দিবে।
উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সর্বক্ষণিক তদারকি করছেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও বালুয়া দিগদাইড় ইউনিয়নের ৫ জন ডি এম এফ ডাক্তার টেলিমেডিসিন এর সাথে যুক্ত হয়ে অন কলে ২৪ ঘন্টা বাড়িতে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়েও এসএমএসের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন।
০১৭০৪-৫৭৮৪৬৪, ০১৮১২-২২৮২৮৩, ০১৯১৯-৮৫৮০৭৯, ০১৭৩০-৩২৪৬২৯, ০১৭২০-৬১৮৮৭৭, ০১৯০৩-৮৫৬৭৭১