Ultimate magazine theme for WordPress.

কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা॥ বকঠোঁটা সরঃ প্রাঃবিদ্যালয়ের শিক্ষা ভবন হুমকির মুখে!

280

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির বকঠোঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ভবন হুমকির মুখে! কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেন সচেতন মহল। অনুসন্ধানে জানা যায়, ১৯০০খ্রি. ৬৬ শতাংশ জায়গা নিয়ে স্থাপিত হয় বকঠোঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশ পাশের ৬/৭ টি গ্রামের ২শ’ ১৪ জন শিক্ষার্থী নিয়ে সুনামের সাঙ্গে চলছে পাঠদান। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ০৮ জন। ৭ আগস্ট (বুধবার) প্রধান শিক্ষক আরজু মন্দ বানু, জানান, বিদ্যালয়ের পাকা ভবনের পশ্চিম পার্শ্বে সরকারি পুকুরের পাড়টি দিনে দিনে ভাংতে ভাংতে একে বারে বিদ্যালয়ের পাকা ভবনের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে যেকোনো সময় ভবনটি ধসে যেতে পারে। তিনি আরও জানান, ওই পুকুরের পাড় ভাঙ্গার কারণে পুকুরের ভিতরে দুইটি টয়লেট বিলিন হয়ে গেছে। এছাড়াও সরেজমিন দেখাযায় বিদ্যালয়ের দুইটি বড় কড়ই গাছ ও একটি বিদ্যুতের খুঁটি একে বারে ঝুঁকির মুখে। ফলশ্রুতিতে ঝড়-বৃষ্টিতে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বা উপড়ে পড়ে যানমালের ক্ষতি হতে পারে বলে সচেতন মহলের অভিমত। বিদ্যালয়টির পুরাতন টিনশেড ভবনসহ ক্লাসরুম ৪টি বিদ্যালয়ের কার্যক্রম এক শিফটে পরিচালিত হওয়ায় প্রাক প্রাথমিকসহ মোট ৬টি শ্রেণিকক্ষ প্রয়োজন। স্থানিয়ভাবে একটি টিনসেড ভবন তৈরি করেও ক্লাশরুম সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের স্টোর রুমকে ক্লাশ রুম হিসেবে ব্যাবহার করে আসছে। এমতাবস্থায় বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মণ প্রয়োজন বলে মনেকরেন এলাকা বশী। অন্যান্যর সমস্যার মধ্যে পাকা সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা যেটি সামান্যা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় সেটি পাকা বা ইট সলিং করা এবং উত্তর পার্শ্বে অবস্থিত আধাপাকা জরাজির্ন ভবনটি পরিতাক্ত ঘোষনা করার প্রয়োজন। অতি স্বত্তর উপড়ে উল্লেখিত সমস্যা গুলি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

Leave A Reply

Your email address will not be published.