কালিগঞ্জে গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান
মাসুদ পারভেজ, কালিগঞ্জ ব্যুরোঃকালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে গ্রাম পুলিশদেও উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১২ টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ গ্রাম আদালত কার্যকরী করণের লক্ষে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় মৌতলা ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। উক্ত উৎসাহ ভাতা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী । এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ তানজির আহমেদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রুক্তিলীগের সভাপতি ও দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্য শেখ মশিউর রহমান পলাশ, মৌতলা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী রেবেকা সুলতানা প্রমুখ। গ্রাম আদালতের পক্ষ থেকে গ্রাম পুলিশদের অক্টোবর ও নভেম্বর মাসের উৎসাহ ভাতা প্রদান করা হয়।