Ultimate magazine theme for WordPress.

কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৎস্য ব্যবসায়ী সহ নিহত-২, আহত-২

320

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জে মর্মান্তিক পৃথক সড়ক দূর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন মটরসাইকেল চালক নিহত ও দুই জন গুরুত্বর আহত হয়েছে। গত শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার সময় কালিগঞ্জ মুন্সীগঞ্জ মহা সড়কের ভদ্রখালী হাজাম পাড়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রথম দূর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত হয় এবং তার সঙ্গে থাকা অপর জন মারাতœক আহত হয়েছে। দিনের অন্য পৃথক ঘটনায় বেলা ১টার সময় কালিগঞ্জ মুন্সীগঞ্জ মহা সড়কের পাওখালী বাজার নামক স্থানে যাত্রী বাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপর এক মটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয় ও সঙ্গে থাকা তার স্ত্রী মারাতœক আহত হয়েছে। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো চিংড়ী মৎস্য ব্যসায়ী বাপ্পী গাজী(২৭), সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মোমিন গাজীর পুত্র। তার সাথে থাকা মৎস্য ব্যবসায়ী আসলাম হোসেন(২৮) সহ তাদের কে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আশংঙ্খা জনক অবস্থায় ভর্তি করে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনহাজ কাটী গ্রামের আব্দুস ছাত্তার গাজী পুত্র। অপর দূর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন নাসির উদ্দীন (৫০), সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের আবু বক্কার সরদারের পুত্র। তার সঙ্গে থাকা স্ত্রী সেফালী খাতুন (৩০) কে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্খাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দূর্ঘটনায় জড়িত যাত্রী বাহী বাস খুলনা ব ১১-২১ নং গাড়িটি এবং দূর্ঘটনা কবলিত মটরসাইকেল এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও বাসের চালক ও হেলপার কে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান এ প্রতিনিধি কে জানান সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় মৎস্য ব্যবসায়ী বাপ্পী গাজী কালিগঞ্জ মৎস্য সেটে মাছ বিক্রি করতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক কালিগঞ্জ মুন্সীগঞ্জ মহা সড়কের ভদ্রখালী হাজাম পাড়া নামক স্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি মটরসাইকেল চালক বাপ্পী ও তার সঙ্গে থাকা আসলাম হোসেন কে চাপা দিলে মারাতœক আহত অবস্থায় দুজনকে পাশে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তাদের এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ব্যবসায়ী বাপ্পী মারা যায়। সঙ্গে থাকা অপর সঙ্গী আসলাম কে আশংঙ্খা জনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের অন্য পৃথক দূর্ঘটনায় উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দীন ও তার স্ত্রী সেফালী বেগম মটরসাইকেল যোগে নলতা হাসপাতালে ভর্তি তাদের পুত্র বধুকে দেখতে যাওয়ার পথে বেলা আনুমানিক ১টার সময় কালিগঞ্জ মুন্সীগঞ্জ মহা সড়কের পাওখালী বাজার নামক স্থানে পৌছাইলে বিপরীত দিক অর্থাৎ কালিগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে আসা খুলনা ব ১১-২১ নং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক নাসির উদ্দীন নিহত হয়। ঐসময় তার স্ত্রী সেফালী খাতুন মাথায় আঘাত পেয়ে ছটকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে পাশে থাকা ফায়ার সার্ভিসের সদসরা এসে আহত সেফালী খাতুন কে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। ঐসময় তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে নিহত ও আহতদের পুলিশ পরিচয় নিশ্চিত করতে না পারলেও পবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা থানায় আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave A Reply

Your email address will not be published.