কালিগঞ্জে শিবপদ মন্ডলের বাড়িতে অগ্নিসংযোগে কয়েক লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই
মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে গভীর রাতে শিব মন্ডলের বাড়িতে আগুন লেগে বসত বাড়ি সহ রান্নাঘর, কাঠ ঘর ভষ্মিভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুশুলিয়া গ্রামের শিব মন্ডলের বাড়িতে। বাড়ির মালিক শিব পদ মন্ডল ও প্রতিবেশী এরশাদ আলী শেখ জানান বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকা-ে আগুনের লেলিহান বুঝতে পারে। পরে সবাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়। কুশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা জানান ঘটনা সংবাদে ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখি শিব পদ মন্ডলের ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কাহারা এঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান এখনও পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।