কোম্পানীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সাইফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাবিব উল্যাহ চৌধুরীর সামনে থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় ফিরোজ আলমের ছেলে ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম(৩২) কে গ্রেফতার করে। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই সাইফ উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
প্রশান্ত সুভাষ চন্দ/কেএইচপি