কোম্পানীগঞ্জে উই ফর ইউ হাসপাতালের শুভ উদ্বোধন
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল রোডে উই ফর ইউ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। ইংরেজী নববর্ষের ১লা জানুয়ারী রোববার দুপুরে এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বাধুনিক এ হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল রোডের শহীদ নুরুল হক অডিটোরিয়ামে আলোচনা সভা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উই ফর ইউ হাসপাতালের চেয়ারম্যান ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অত্যাধুনিক এ হাসপাতালের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান মিজানুর রহমান বাদল।
অনুষ্ঠানে এসময় হাসপাতালের ভাইস চেয়ারম্যান নুরে মাওলা রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ জুলফি আরা হায়দার, থানা অফিসার ইনচার্জ(ওসি) ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মজিদ, উপজেলা হাসপাতাল মালিক সমিতির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ সফি উল্যাহ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইকবাল বাহার চৌধুরী, পৌর কাউন্সিলর হারুন-অর-রশিদ, বসুরহাট পৌর যুবলীগ সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোঃ রাকিব এবং পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে উই ফর ইউ প্রায় ৭বছর আগে তাদের সেবার কার্যক্রম শুরু করেছিল। আজ তারা অত্র অঞ্চলে সুচিকিৎসার প্রয়োজনে চিকিৎসা সেবাকে আরো গতিশীল করতে হাসপাতালের যে মহৎ উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। বক্তারা আরো বলেন, চিকিৎসাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথা উন্নত পরিবেশ এবং অত্যাধুনিক প্যাথলোজি মেশিন যা এখানে রয়েছে, যাতে করে একজন রোগীকে অনেক উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব।
১ জানুয়ারী/কেএইচপি