কোম্পানীগঞ্জে গায়ে হলুদ ও গিফট সেন্টারের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ::
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের সাজ জগতের ঐতিয্যবাহী প্রতিষ্ঠান পুষ্প কনিকার ২য় সংযোজন ‘গায়ে হলুদ এন্ড গিফট সেন্টার’ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সন্ধ্যায় বসুরহাট জিরো পয়েন্টে মিলাদের মাধ্যমে আধুনিক মানের এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এখানে পাওয়া যাবে গায়ে হলুদ সামগ্রী, ফুল সামগ্রী, গিফ্ট ও ক্রোকারিজ সামগ্রী, পাগড়ী, শেরওয়ানীসহ বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের যুগোপযোগী যাবতীয় রুচীশীল পন্য সামগ্রী।
গায়ে হলুদ এন্ড গিফট সেন্টারের স্বত্তাধিকারী মোঃ স্বপন বলেন, দীর্ঘ ১যুগ ধরে সুনামের সাথে আমাদের মূল প্রতিষ্ঠান পুষ্প কনিকা বসুরহাট বাজারে ব্যবসা করে আসছে। ক্রেতাদের আধুনিক মানের সেবা দানের লক্ষ্যে আমাদের আরেকটি নতুন প্রতিষ্ঠানের অগ্রযাত্রা।
কেএইচপি