কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে স্কুল ছাত্রসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে এক স্কুল ও এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট।
২২জানুয়ারী রোববার গভীররাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দহে ২জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নাছের আহমদের ছেলে ও উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমজাদুল ইসলাম রাছেল (১৯) এবং চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. লিটনের ছেলে ও বসুরহাট এ এইচ সি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুল্যাহ ইমতিয়াজ (১৬)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপিতে নেওয়া হয়েছে।
এম.আর.আর/কেএইচপি