কোম্পানীগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ধর্ষণ ও হত্যা মামলার আসামী সুজন গ্রেপ্তার হয়েছে। সুজন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। সে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অজি উল্যাহর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বামনী বাজার হইতে কোম্পানীগঞ্জ থানার এস.আই রবিউল ও এস.আই সাইফউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, মামলা বিবরণী অনুযায়ী গত ২০১৪ সালের ২৭এপ্রিল একই এলাকার নুর নবীর মেয়ে বিউটি ধর্ষনের পর হত্যা করে খুনী সুজন পালিয়ে যায়।
পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানায় এফআইআর নং-২০, তারিখ- ২৭ এপ্রিল, ২০১৪; সময়- ধারা- ৯(২) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়।
কেএইচপি