কোম্পানীগঞ্জে বজ্রপাতে ৩৫ স্কুল শিক্ষার্থী অজ্ঞান
কায়ছার হামিদ পাপ্পু ::
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে বজ্রপাতে আতংকিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে প্রায় ৩৫ জন স্কুল শিক্ষার্থী।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে চরপাবর্তী এ.এস.সি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, দুপুর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বজ্রপাতও হচ্ছিল। ২টার দিকে করে চরপাবর্তী এ.এস.সি উচ্চ বিদ্যালয়ের ভবনের ওপর একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ওই ভবনে থাকা ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে আতংকিত হয়ে অন্তত ৩৫শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বজ্রপাতে আতংকিত হয়ে শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়েছিল। অনেক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কেএইচপি