কোম্পানীগঞ্জে ব্যঞ্জনা খেলাঘর আসরের প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের অন্যতম শিশু কিশোর সংগঠন ব্যঞ্জনা খেলাঘর আসরের সম্মেলন-২০১৭ইং প্রস্তুতি কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কোম্পানীগঞ্জ ব্যঞ্জনা খেলাঘর আসরের সভাপতি মানিক মজুমদারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শাহেদ, ব্যঞ্জনা খেলাঘরের প্রতিষ্ঠাতা অজয় আচার্য্য, ব্যঞ্জনা খেলাঘরের সহ-সভাপতি করিমুল হক সাথি, সিনিয়র সদস্য পারভীন মুরাদ, সাংগঠনিক সম্পাদক শওকত আজীম জাবেদ, সম্পাদকমন্ডলীর সদস্য মহিউদ্দিন লিপু, নজরুল ইসলাম হিমু, জুটন মজমদার, দিলীপ দাস, আবু বক্কর ছিদ্দিক পাভেল প্রমূখ।
সভায় আগামী ২৫ফেব্রুয়ারী শনিবার সম্মেলনের দিন ধার্য্য করা হয় এবং সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার জন্য ৬টি উপকমিটি করে তাদের দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
কেএইচপি