কোম্পানীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার পিতা বিশিষ্ট সমাজসেবক আবদুল ওয়াহিদ আর নেই
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সাজুর পিতা বিশিষ্ট সমাজসেবক বড় রাজাপুর নূরাণী সিদ্দিকীয়া মাদ্রাসার সাধারন সম্পাদক আবদুল ওয়াহিদ মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের তার নিজ বাড়ীতে(সওদাগর বাড়ী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২বছর।
বুধবার সকাল ১১টায় তার নিজ বাড়ীর দরজায় জানযা শেষে তাকে পারিবারিক করস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে ফ্রেন্ডস পয়েন্টের মালিক মরহুম আবদুল ওয়াহিদ তার স্ত্রী ও ৪ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল শোক প্রকাশ করেছেন।
কেএইচপি