কোম্পানীগঞ্জে সাবেক ছাত্রলীগ সভাপতির বাবার মৃত্যুতে নেতাকর্মীদের শোক প্রকাশ
কায়ছার হামিদ পাপ্পু::
বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীরের পিতা মোঃ তাজুল ইসলাম (৭৫) ২৩জুন শুক্রবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….রাজিউন)।
বিপ্লবী এ ছাত্রনেতার বাবার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারী মুজিব কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
মৃত্যুকালে মরহুম তাজুল ইসলাম চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১০টায় নিজ বাড়ীর দরজায় জানাযা শেষে দক্ষিণ আলিপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।