কোম্পানীগঞ্জে ৩শতাধিক ইয়াবাসহ আটক দুই
কায়ছার হামিদ পাপ্পু :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরএলাহী বাজার থেকে কথিত এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, সেনবাগ উপজেলার উত্তর অর্জুন তলা গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর(৪০) এবং সোনাইমুড়ী উপজেলার পূর্ব আম্বার নগর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে নুরুল আমিন(২৭)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে অপরিচিত লোক দেখে চরএলাহী বাজারের স্থানীয় লোকজন সন্দেহের ভিত্তিতে জাহাঙ্গীর ও নুরুল আমিনকে আটক করে। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে, কোম্পানীগঞ্জ থানার এস.আই সুমন বড়ুয়া ও এস.আই মোশারাফ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি করে ৩শত ৩৩পিস ইয়াবা উদ্ধার করে এবং দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএইচপি