কোরবানি ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে মৌতলার কোরবানির পশুর হাট
মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ ঈদের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। দেশের বিভিন্ন উপজেলার মত কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মৌতলায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর ভারতীয় গরু কম আসায় স্থানীয় গরু-ছাগলে ভরে গেছে হাট। এছাড়াও দেশিয় পশুর উৎপাদন পর্যাপ্ত থাকায় দামও নাগালের মধ্যে আছে জানালেন, ক্রেতা ও বিক্রেতারা। কোরবানির হাটের সার্বাধিক নিরাপ্তার জন্য পুলিশ মোতায়েনসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভারতীয় পশু আমদানির উপর কড়াকড়ি হওয়ায় কালিগঞ্জে অনেকেই গরু- ছাগলের খামার গড়ে তোলেন। বর্তমানে চাহিদার চেয়েও উৎপাদন বেড়েছে কোরবানির পশুর। ক্রেতারা বলেছেন, বাজারে পর্যাপ্ত যোগান থাকায় এবার পশুর দাম তুলনামূলকভাবে তম। বর্তমান উপজেলার মৌতলা পশুর হাটে উঠেছে দেশিয় জাতের ছোট বড় অনেক গরু। গরুর হাটগুলোতে শংকরজাতের বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের দেশিয় গরুর চাহিদা বেশি, বললেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদের জন্য বছরজুড়ে পশু লালনপালন করে এঞ্চলের খামারিরা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এই প্রতিনিধিকে বলেন সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ফলে কোন প্রকার ভারতীয় গরু বাংলাদেশে ঢুকতে পারছে না। এজন্য দেশি গরুতেই জমে উঠেছে কোরবানির হাটগুলো। শেষের দিকে হাট আরো জমে উঠবে, বলেছেন প্রাণি বিভাগের কর্মকর্তারা।