বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দিল আফরুজা খাতুন লাবনীকে মনোনয়ন দেয়ায় তা বাতিলের দাবীতে (৩ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কাগইল তিনমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে দিল আফরুজা খাতুন লাবনী’র বিষয়ে নানা মন্তব্য করে বলা হয়েছে কোন দিন তাকে আওয়ামী লীগ করতে দেখা যায়নি। যারা আওয়ামী লীগের রাজনীতি ধরে রেখেছেন ও লড়াই সংগ্রামে সামনে ছিলেন এবং হামলা, হামলা, জেল, জুলুমের শিকার হয়ে আজও বঙ্গবন্ধু’র আদর্শ্য থেকে বৃন্দু পরিমান পিছু পা হননি। তাদেরকে মুল্যায়ন না করে অদৃশ্য থেকে দিল আফরুজা খাতুন লাবনী’র নাম দিয়ে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়েছে। যা কাগইল ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসি কোন ক্রমেই মেনে নেবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবিলম্বে দিল আফরুজা খাতুন লাবনী’র মনোনয়ন বাতিল করে কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপনসহ ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানানো হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদশা, আছির উদ্দিন, নজরুল ইসলামসহ অনেকে।-