গোদাগাড়ীতে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কায় শিশুসহ ৭ জন নিহত
মিনাল ইসলাম, গোদাগাড়ী প্রতিবেদক :রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কায় শিশুসহ ৬ জন নিহত ও ২জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানায় শনিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক কাদিপুর নামকস্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায়। এতে করে ঘটনাস্থালে ৩ জন আর হাসপাতালে নেয়ার পথে ৪ জন নিহত হয়। নিহতরা হলেন রাজশাহী নগরীর দেবাশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোসাবেবর আলী আকাশ (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের রমজানের স্ত্রী আশিয়া(৩০)মোসাবেবর আলী আকাশ এর ৪ মাসের শিশু পত্র আদিব আল হাসান,মেয়ে মোসফেরা(৮)।মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)। আহত অবস্থায় আশিয়ার স্বামী রমজান(৪০) মেয়ে রাফিয়া(৩) রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন,প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামে মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ বিয়ের অনুষ্ঠানে আসছিল। একটি গাড়ীকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সরাসরি গাছের সঙ্গে ধাক্কা দৃর্ঘটনাটি ঘটে।এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার জানায় হাসনারা ও আশিয়া আপন দুইবোন। চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার দুই মেয়ে ও জামাই নাতিসহ তার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিল। আলী মুর্তজা ছেলে বিয়ের কাজ সম্পন্ন হলেও অনুষ্ঠান বাতিল করা হয়। এদিকে একই পরিবারের ৫জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।