গ্রামের মানুষের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় –এমপি জিন্নাহ
বগুড়া-২ শিবগঞ্জ এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা ঘাট, মসজিদ মাদ্রাসা, সৌর বিদ্যুতের সুবিধা সহ গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন গ্রামের সর্বস্তরের মানুষের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার শহরের মত গ্রামের মানুষরা যেন আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার বিহার বাগিচা পাড়া হতে উত্তরপাড়া এইচ.বি.বি করন রাস্তা উন্নয়নে ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আজাহার আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন ঠান্ডা মিয়া, স্থানীয় সমাজ সেবক শাহীন মাহমুদ ভান্ডারী প্রমুখ।