চট্টগ্রামে মাদ্রাসার ছাত্র নির্যাতন,শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রামের হাজীপাড়ায় “তাজবিয়াম কবির ততপর”(৯) নামের ২য় শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে মাদ্রাসা শিক্ষক মো সেলিম। ভুক্তভোগী পরিবার জানায় পড়ালেখায় অমনোযোগী হওয়ার অভিযোগে দেখিয়ে শিশু ‘ততপরের’ ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ঘটনার পর গুরুতর আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নির্যাতিত শিশু ‘ততপর’ডবলমুরিং থানার,মৌলভীপাড়ার মোঃ জিয়াউল হকের ছেলে। সে “হাজীপাড়া কালাম ইসকে মাদ্রাসার” ২য় শ্রেণির ছাত্র।এ ঘটনায় বৃহস্পতিবার ০৮/০৯/১৮ ইং সকালে শিশুর অভিভাবকরা ঘটনার বিচার দাবি করে ও প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেয় বলে জানান। পরে অভিযুক্ত শিক্ষক ঘটনার কথা স্বীকার সহ ক্ষমা চান। নির্যাতিত শিশুর বাবা জিয়াউল কবির বিচারের দাবিতে অটল।এ ব্যাপারে “হাজীপাড়া কালাম ইসকে মাদ্রাসার প্রধান ও মাদ্রাসা সুপার কালাম ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক সেলিমকে বরখাস্তসহ তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।