Ultimate magazine theme for WordPress.

চন্ডিহাড়ায় ভটভটি – কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

454

মহাস্থান ( বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যা সোয়া ৫টায় বগুড়া- রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চন্ডিহাড়ায় মিস্টিকুমরা ( লাউ) বোঝায় ভটভটি – কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে লাউ বোঝায় ভটভটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ভটভটিতে থাকা গাবতলীর লাংলু হাটের লাউ চাষী সহ ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে গুরুত্বর আহত এক হনকে বগুড়া হাসপাতালে নিয়ে যায়। অপর ২ জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দুমড়ে মুচড়ে যাওয়া ভটভটি ও লাউ মহাসড়ক থেকে সরিয়ে নিলে, যানবাহন চলাচল শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.