চরকাঁকড়া ৯নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন
মোঃশাহাদাত হোসেন নিশাদ,কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২০১৮ সালের শেষের দিকে নির্বাচন। তাই এখন থেকে নির্বাচনী প্রচারনার কাজ চালানোর নির্দেশ দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তারই পরিপেক্ষিতে এবারের ঈদে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া ঈদ সামগ্রী বিতরন করছেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ৯ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভ।
শনিবার সকাল থেকে ২দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের মার্কা নৌকাতে ভোট দেয়ার আহবান জানান এবং আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় অসহায় দরিদ্রদের মাঝে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দেয়া শাড়ি, লুঙ্গি এবং সেমাই পৌঁছে দেন। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
কেএইচপি