চাটখিলে দুই ভাইকে ৬মাসের কারাদন্ড
জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে দুই সহোদরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- চাটখিল পৌরসভার আফজাল হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৫০) ও মিলন হাওলাদার (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চাটখিল বাজারের সেন্ট্রাল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা’সহ দুই ভাই মানিক ও মিলনকে আটক করে পুলিশ।
পরে বিকেলে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত উভয়কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এম.আর রিয়াদ/কেএইচপি