ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুছাপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাবাজারে মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম খান মাখনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজুল হক চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নজরুল ইসলাম চৌধুরী শাহীন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সহ-সভাপতি আলাউদ্দিন খোকন, সাধারণ সম্পাদক হামিদুর রশিদ বিপ্লব, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ সভাপতি শাহফরহাদ লিংকন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মানিক, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি নুর এ মাওলা রাজু এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে অনেক এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে তরুণ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যমের সাথে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপশি সমাজকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি থেকে মুক্ত করতে ছাত্রলীগ তার সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে এসময় বক্তারা আশা ব্যক্ত করেন।
৫জানুয়ারি/কেএইচপি