ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চরফকিরাতে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৪জানুয়ারি বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাপরাশির হাট মধ্যম বাজারে আয়োজিত আলোচনা সভায় চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশ্রাফ হোসেন রবেন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
এসময় আরো উপস্থিত ছিলেন, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম তানবির, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদুর রহমান মিল্টন, সাধারন সম্পাদক আকবর হোসেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াদ প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
কেএইচপি