ছাত্রলীগ নেতা শিশির ও ইভানের বাবার পাশে এমপি নুরজাহান বেগম মুক্তা
নিজস্ব প্রতিবেদক :
দুরারোধ্য রোগে আক্রান্ত ছাত্রলীগ নেতার বাবা আবদুল ওয়াহেদের পাশে দাড়ালেন চাঁদপুর-লক্ষীপুর সংরক্ষিত আসনে মহিলা এমপি নুরজাহান বেগম মুক্তা।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনিসুজ্জামান শিশির এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান ইভানের বাবা আবদুল ওয়াহেদ গুরুতর অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫০হাজার টাকা আর্থিক সহযোগীতা করেছেন এমপি নুরজাহান বেগম মুক্তা।
রোববার বিকেলে এমপি মুক্তা অসুস্থ আবদুল ওয়াহেদকে দেখতে যাত্রাবাড়ী এলাকায় ওয়াহেদের বাসায় যান। এময় তিনি গুরুতর অসুস্থ ওয়াহেদ ও তার পরিবারের খোজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য ৫০হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা রহমত ভূঁইঞা প্রমূখ।
কেএইচপি