ঝাঁকজমকভাবে উই ফর ইউ হাসপাতালের চেয়ারম্যান ফয়সাল মাহমুদের জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক :
স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন উই ফর ইউ’র সভাপতি ও উই ফর ইউ হাসপাতালের চেয়ারম্যান ফয়সাল মাহমুদের ৩৩তম জন্মদিন ঝাঁকজমকভাবে পালন করেছে উই ফর ইউ পরিবার। ২৭মার্চ সোমবার তরুন এ সমাজসেবক ও ব্যবসায়ীর শুভ জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় কেক কাটার আয়োজন করে উই ফর ইউ পরিবার।
এদিকে ফয়সাল মাহমুদের ৩৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের পোস্ট দেখতে পাওয়া যায়। জন্মদিনের শুভেচ্ছা জানান উই ফর ইউ পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তাঁর বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা।
ফয়সাল মাহমুদ বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বসুরহাট দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল কালাম আজাদ এবং আয়েশা আজাদের বড় ছেলে। পরিবারের ৪ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
ব্যক্তি জীবনে ফয়সাল মাহমুদ একজন তরুণ সমাজকর্মী। বর্তমান যিনি আধুনিক সমাজে তরুণদের জন্য একজন আইডল হিসেবে খ্যাতি লাভ করেছেন। গত ৭বছর ধরে তিনি বৃহত্তর নোয়াখালীর অন্যতম স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন উই ফর ইউ’র সভাপতি এবং বর্তমানে উই ফর ইউ হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
কেএইচপি