Ultimate magazine theme for WordPress.

টিম ক্র্যাকচ ফাউন্ডেশনের উদ্দ্যগে মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে সাহায্যে প্রদান

399

 

এম এস মাহবুব দৈনিক মহাস্থান.ডট কম স্টাফ রিপোর্টারঃ

মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আয় বৃদ্ধি মূলক কর্মসূচি বাস্তবায়ন করতে নিজস্ব অর্থ ও সমাজে বিত্তবানদের সাহায্যে দান কাজ শুরু করেছেন ৭নং শেখেরকোলা ইউনিয়নে চেয়ারম্যান কামরুল হাসান ডালিম ও টিম ক্র্যাকড ফাউন্ডেশন সদস্য বৃন্দ।
সেই ধারাবাহিকতায় শেখেরকোলা ইউনিয়নের নূরুইল গ্রামের জহুরা বেওয়ার হাতে একটি বকনা গরু তুলে দেন কামরুল হাসান ডালিম। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু,মেম্বার রবিন,তোজাম,ও টিম ক্র্যাকড ফাউন্ডেশন’র সদস্যবৃন্দ।
মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে প্রান হারান জহুরা বেওয়ার স্বামী শহীদ সমসের আকন্দ। এসময় শেখেরকোলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

#চেয়ারম্যান
কামরুল হাসান ডালিম
৭নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ।
বগুড়া সদর, বগুড়া।

Leave A Reply

Your email address will not be published.