ড্রীম লাইন পরিবহনে ইয়াবাসহ ড্রাইভার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা চট্টগ্রামের মহাসড়কে কুমিল্লার ধানসিড়িঁ রেস্তোরায় আজ রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে ৬টা ৩০ মিনিটে ছেড়ে আসা ড্রীম লাইন পরিবহনের ড্রাইভারকে ইয়াবাহসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ডিবি পুলিশ এই অভিযান চালায় । এসময় ড্রীমলাইন পরিবহনে থাকা যাত্রী সাধারণ হয়রানিতে পড়ে ।
পরে বদলি ড্রাইভারে সাহায্যে গন্তব্যে পৌঁছে যাত্রীরা। সোমবার ধাঁনসিডি হোটেলে বিরতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ড্রাইভার মান্নানকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।
এসময় পুলিশ ড্রাইভার মান্নান(৪২) এবং সন্দ্বেহবাজন তার সহযোগী শাকিল(৪০) নামে একজনকে গ্রেফতার করে। এমন ঘটনায় গাড়ীর যাত্রীরা বিপাকে পড়ে।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ড্রীম লাইন পরিবহনের ড্রাইভার ও চেকারদের সহযোগীতায় গাড়ীতে করে ইয়াবাসহ বিভিন্নভাবে মাদকদ্রব্য আনা নেয়া হত।
এবিষয়ে জানতে ড্রীম লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আকরাম উদ্দিন সবুজ চৌধুরীর মোবাইলে কল দিলে তিনি ফোন ধরেননি।
ই.আর