দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত
ফেনী প্রতিনিধি :
দক্ষিণ আফ্রিকায় লুটেরাদের গুলিতে জেলার দাগনভূঞার সালাউদ্দিন আহম্মদ শাকিল (২৭) নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ৮ বেলকন শহরে এ ঘটনা ঘটে। সে দাগনভঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউপির চন্দ্রদ্বীপ গ্রামের বাসিন্ধা ও দাগনভূঞা বাজারের জামিল ফার্মেসির মালিক মোহাম্মদ বেলাল এর ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, গত দুই বছর আগে শাকিল জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি জমায়। সে বেলকন শহওে রকোমারি পণ্যেও ব্যবসায়ী ছিল। ঘটনার দিন স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানের মালামাল লুট করার সময় সে প্রতিবাদ করেনি। কিন্তু ক্যাশে থাকা টাকা নিতে গেলে শাকিল সন্ত্রাসীদের বাধা দেয় । এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরবিএস/কেএইচপি