দুই দফা জানাযা শেষে শ্রদ্ধাভাজন সামছুল হক মাষ্টার চির নিদ্রায় শায়িত
বগুড়ার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অত্যান্ত গুনীজন সামছুল হক মাষ্টারের দুই দফা জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় অত্র বিদ্যালয় মাঠে এবং মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ, এলাকাবাসী, মরহুমের আত্মীয়স্বজনসহ বহু মুসল্লী অংশ গ্রহন করেন। অভয় জানাজা নামাজে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম জাকারিয়া খান রেজা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, সাবেক চেয়ারম্যান এড. সোলায়মান আলী, জামিল আক্তার খান টেংকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে সকলের অত্যান্ত শ্রদ্ধাভাজন সামছুল হক মাষ্টার স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতী- নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।