ধর্ষন, হত্যা ও নির্যাতন বন্ধে বগুড়ায় মানববন্ধন
সারাদেশ, খুন, ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে সকলকে পাশে দাড়ানোর আহবান জানিয়ে বগুড়ায় মানববন্ধ পালিত হয়েছে। শনিবার সকালে শহরের সাতমাথায় হাজী মুহাম্মাদ জয়নাল আবেদীণ কমার্স কলেজ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। কর্মসুচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রখেন কলেজের সভাপতি আলহাজ মোৎ মহীদুল ইসলঅম, অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবণী, পরিচালনা পর্ষদৈর প্রধান মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস প্রিন্সিপাল শিউলি খন্দকার, প্রভাষক শাহ আলম, মোছাৎ জেসমিন এবং মোঃ সাব্বির হোসেন প্রমুখ।