ধুনটে ওরস মাহফিলের গাঁজার আসর থেকে আটক ২০
বগুড়ার ধুনটে ওরস মাহফিলের গাঁজার আসর থেকে ২০ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বাটিকাবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গোলাম রব্বানীর বাড়ির ভিতর আঙ্গিনা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার চান্দিয়ার গ্রামের মৃত. করিম শেখের ছেলে মজনু শেখ (৪০), আব্দুস সামাদের ছেলে রানা সরকার (২৫), মৃত. হযরত মন্ডলের ছেলে ইউনুস আলী (৫০), শুক্কুর আলী শেখের ছেলে আনোয়ারুল শেখ (২০), পাঁচথুপী গ্রামের আবু সালে তালুকদারের ছেলে রাশেদুর রহমান (৩০), পীরহাটি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে আকুল মন্ডল (২১), চালাপাড়া গ্রামের মৃত. মনোয়ার শেখের ছেলে সেলিম শেখ (২৫), মৃত. সামছুদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২৭), দুদু প্রামানিকের ছেলে জহুরুল প্রামানিক (৩৪), মৃত. সবুর প্রামানিকের ছেলে রেজাউল করিম (৩৫),বুলু মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৩০), মৃত আবদে আলী মন্ডলের ছেলে ফরাজুল ইসলাম (৫৫), থেউকান্দি গ্রামের সামছু শেখের ছেলে বদিউজ্জামান শেখ (৪০), দীঘলকান্দি গ্রামের সুরমান আলী শেখের ছেলে বেলাল হোসেন (৪০), চৌকিবাড়ী গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে মোশারফ (৪০), বহালগাছা গ্রামের জনাব খাঁনের মোশারফ হোসেন (৪০), ইসমাইল শেখের ছেলে হিরন শেখ (২০), বিলকাজুলী গ্রামের মনছের শেখের ছেলে সাজেদুল ইসলাম (৩০), শেরপুর উপজেলার চকধলী গ্রামের মৃত সালাম আকন্দের ছেলে সেলিম আকন্দ (৩৫) ও কাজীপুর উপজেলার হাটশিরা গ্রামের আয়নাল হকের ছেলে ফরিদুল ইসলাম (৪০)।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, উপজেলার বাটিকাবাড়ী গ্রামে গোলাম রব্বানীর বাড়িতে ওরস মাহফিলে গাঁজা সেবনের আসর বসেছে। এই খবর পেয়ে পিএসআই শামীম হোসেনসহ ১০ জনের সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে