নামুজায় সাংবাদিকগণদের নামে ফেসবুকে অপপ্রচার:থানায় জিডি
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণদের নামে ফেসবুকে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বিবরণে প্রকাশ, সম্প্রতি নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আনোয়ার হোসেন, আব্দুর রহমান, উজ্জল হোসেন ডলার ও আনিছার রহমান দুলাল সহ চার জনের ছবি যুক্ত করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আপত্তিকর ছবি যুক্ত করে ২টি ফেসবুক আইডি থেকে পোস্ট করে। এ ব্যাপারে প্রেসক্লাবের সিদ্ধান্ত মোতাবেক ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বগুড়া সদর থানায় একটি ও শিবগঞ্জ থানায় একটি পৃথক পৃথক ভাবে সাংবাদিকগণেরা ২টি সাধারণ ডায়েরী করেন। সাংবাদিকদের নামে ফেসবুকে অপপ্রচার রোধ সহ অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান সাংবাদিকগণেরা। ১২ ডিসেম্বর, ২০১৯ খ্রিঃ