নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে — হেলেনা আক্তার
স্টাফ রিপোর্টার সাজু মিয়া ঃ বগুড়া জেলা সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তার বলেছেন, নারীরা আজ পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে আজ নারীরা তাদের সাফল্য দেখিয়ে যাচ্ছে। এত কিছু পরেও অনেক ক্ষেত্রে নারী সমাজ বৈসম্য স্বীকার হচ্ছে। নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত করতে সকল পেশা শ্রেণীর মানুষদের এক হয়ে কাজ করতে হবে। বর্তমানে বাল্য বিবাহ একটি বড় সমস্যা। এ সমস্যা থেকে সমাধান পেতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাছাড়া মাদক, ইভটিজিং বিষয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে, সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে শিবগঞ্জ থানা চত্বরে কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রাম উপলক্ষে আলোচনায় সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কমিনিউটি পুলিশং ফোরামের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ইউএনএফপিএ বগুড়া জেলা অফিসার তামিমা নাসরিন, ওসি অপারেশন নান্নু খান, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আকতার, ডা. আলতাফ হোসেন প্রমুখ।