নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসের বিরুদ্ধে ১ম ম্যাচে বল টেম্পারিং এর অভিযোগ
প্রথম ওয়ানডে শেষে নিউ জিল্যান্ডের বেশ কয়টি সংবাদমাধ্যমের খবর জানিয়েছে আম্পায়ার চেত্তিথোদি শামসুদ্দিন ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের প্রথম ওয়ানডেতে ব্যবহৃত বলের বিকৃতি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন। এ অভিযোগ উড়িয়ে দেন ব্ল্যাক ক্যাপসদের দলনেতা কেন উইলিয়ামসন।বলের কোনো বিকৃতি ঘটানো হয়নি বলে জানান উইলিয়ামসন।
তার দাবি ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে তামিম ইকবালের ফাইন লেগ দিয়ে হাঁকানো বাউন্ডারিতে বল লেগেছিলো বিজ্ঞাপনের হোর্ডিংয়ে। এ কারণেই বলের এ বিকৃতি ঘটেছে। কেন উইলিয়ামসন বলেন, “এটি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাগে। বলে একটা চিহ্ন পড়ে যায়। আপনার অবশ্যই কিছু বলা উচিত। কারণ এটি প্রথম ওভারেই হয়েছে।
শামসুদ্দিন তখন জবাব দেয়, “আমি এ নিয়ে কিছু বলছি না।” ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন নিউ জিলযান্ডের জয়ের নায়ক টম লাথামও। ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি।
বলের বিষয়ে লাথামও সুর মেলান উইলিয়ামসনের সাথে। তিনিও জানান বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেগেই বলের অবস্থা এমন হয়েছে। লাথাম বলেন, “বল বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেগেছিলো। এতে বলে কিছু চিহ্ন দেখা যায়। তারা একে অন্যের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলে।”