Ultimate magazine theme for WordPress.

নিজের সন্তানকে দুধ পান করিয়েছেন যে বাবা!

425

ডেস্ক :: সবেমাত্র এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ম্যাক্সামিলিয়ান আর এপ্রিল। কিন্তু সন্তানের জন্মের পরই আচমকা জ্ঞান হারান মা এপ্রিল। জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। কন্যাসন্তানকে স্পর্শ করারও সুযোগ পাননি তিনি।

ছোট্ট মেয়ে রোজালিকে তুলে দেওয়া হয় তার বাবা ম্যাক্সমিলিয়ানের হাতে। কিন্তু ছোট্ট মেয়ে মায়ের বুকের দুধ কীভাবে পাবে? কান্না থামছে না রোজালির। এই পরিস্থিতিতে এক নার্স তাকেই ব্রেস্টফিডিং-এর পরামর্শ দিলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বাবা।

কিন্তু কীভাবে সম্ভব সেটা? নার্সটি তার গায়ে একটি প্লাস্টিকের নিপল শিল্ড লাগিয়ে দিলেন যার সঙ্গে একটি কৃত্রিম দুধ ভরা সিরিঞ্জের সংযোগ করা ছিল। তাতেই কাজ হল। সদ্য বাবা হওয়া ম্যাক্সমিলিয়ানের কথায়, ‘আমি আমার সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গেই অনুভব করলাম তার সঙ্গে আমার নাড়ীর টান। অনুভব করলাম- তাকে কোলে নিতে হবে, তার স্তন্যপানের অভ্যাস তৈরি করতে সাহায্য করতে হবে।’

নিছকই সন্তান স্নেহে এই কাজ করেছেন তিনি। কিন্তু আপাতত নেট দুনিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে তার ছবি। এমনটাও সম্ভব! সেটাই করে দেখিয়েছেন তিনি। তাক লেগে গেছে সবাই। ম্যাক্সমিলিয়ানের পোস্টটি শেয়ার

Leave A Reply

Your email address will not be published.