নিরব ভাঙন সংকিত এলাকাবাসীর বিনীত আবেদন
নিরব ভাঙন সংকিত এলাকাবাসীর বিনীত আবেদন
মাতামুহুরী নদীর ভাঙনে, চকরিয়া পৌর ৯নং ওয়ার্ড
হয়ে অলিশা বাজার পর্যন্ত বেড়িবাঁধটি চকরিয়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া পৌরসভার মাননীয় মেয়র,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,সহকারি প্রকৌশলী, চকরিয়া পৌরসভার সচিব,প্রকৌশলী ও কাউন্সিলর এবং অত্রএলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ সবাইকে পরিদর্শনের আহবান এবং সংকিত বানবাসীরা অতিদ্রুত ভাঙন রোধে কাজ শুরু করার আহবান জানিয়েছেন।