সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা চাদরে রাজধানী।নিরঙ্কুশ বিজয়ী আওয়ামী লীগের সরকার গঠনের পর অনুষ্ঠানস্থলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা এবং মন্ত্রপরিষদের সদস্য, সিনিয়র আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সতর্ক রাখা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।রাজধানীর গুরুত্বপূর্ণ মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন ও সচিবালয়ের আশপাশের এলাকা, হাইকোর্ট, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে কাজ করছে।বিজয় উৎসবের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে ডাইভারশন দেয়া হয়েছে। এ সড়কগুলো হচ্ছে বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় (সাবেক শেরাটন), শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড।