বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করতে ও দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরে আনতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেজ্ঞ। এই নির্বাচনে জয়লাভ করতে সকলকে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। গতকাল বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপি আযোজিত বারপুর বায়তুস সালাম জামে মসজিদে দোয়ার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মাহবুব আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, বিএনপিনেতা আতাউর রহমান টুকু, আলহাজ্ব মোজাফ্ফর হোসেন, শাহীনুর ইসলাম টম্পি, আল আমীন পেস্তা, মোফাজ্জল হোসেন মানিক, মতিয়ার রহমান মতি, এবিএম সাফি, মিষ্টার, এবিএম মিলন, জাহাঙ্গীর তালুকদার, আব্দুর রাজ্জাক, নজমল হোসেন, হাফিজার রহমান প্রমুখ। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কমনা করে বিশেষ মোনাজাত করা হয়