নোয়াখালীতে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রশান্ত সুভাষ চন্দ :
নোয়াখালীতে বিভিন্ন দাবী নিয়ে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারিরা মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে। আজ রোববার দুপুরে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে আবদুল মালেক উকিল সড়কে এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী সম্বলিত বেনার-ফেস্টুন বহন করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, প্রাক্তন সাধারণ সম্পাদক মাখন লাল দাস, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভক্তি রঞ্জন ঘোষ, জেলা সাংগঠনিক সম্পাদক মো. নোমান উদ্দিন প্রমুখ। এসময় শত শত শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।
মানববন্ধন-সমাবেশ পরবর্তী শিক্ষক-কর্মচারিরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কেএইচপি